• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট নয়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৭, ০৭:২৯ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট নয়

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কথায় কথায় অনির্দিষ্টকালের ধর্মঘট পালন একটি অশুভ প্রবণতা। এটি মেনে নেয়া যায় না। তেমনি অনির্দিষ্টকাল কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাও সমর্থনযোগ্য নয়। এটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের ব্যর্থতা।’

বুধবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এদিন ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয় ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী।

ওবায়দুল কাদের বলেন, ‘অভ্যন্তরীণ কোনো কোন্দলের জন্য ক্যাম্পাস পরিস্থিতি অস্বাভাবিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিধান আছে, প্রশাসনিক ব্যবস্থাও নেয়া যায়। যাদের জন্য সমস্যা সৃষ্টি হবে, তাদের পুলিশে সোপর্দ করতে হবে। কিন্তু এই অজুহাতের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে শিক্ষার্থীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাজ নয়।’

কুমিল্লা মেডিকেল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘আমি এসব বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য বলেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে না, বন্ধও চলবে না। ডাকসুসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ যদি ছাত্র সংসদের নির্বাচন হতো, গত ২৫ বছরে ৫০ জন নেতা বের হতো। শিক্ষাপ্রতিষ্ঠানে ঝামেলাও হতো না। ভোটের কথা চিন্তা করে নেতারা এসব ঝামেলা করত না।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুল মান্নান, বাহলুল মজনুন চুন্নু, ইসহাক আলী খান পান্না, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!