• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোহেল তাজের মন্ত্রিসভায় ফেরার খবর ভুয়া


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০১৭, ০৩:০৩ পিএম
সোহেল তাজের মন্ত্রিসভায় ফেরার খবর ভুয়া

ঢাকা : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ছেলে প্রবাসী সোহেল তাজ চারদলীয় জোট সরকার আমলে রাজপথে আন্দোলনে সক্রিয় থেকে নজর কাড়েন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করলে তাকে দেয়া হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব।

ওই বছরই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বেশ আলোচিত হয়েছিলেন। এর পরই তিনি দেশের বাইরে চলে যান। পরে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। তার সংসদীয় এলাকা গাজীপুরের কাপাসিয়ার সাংসদ এখন বোন সিমিন হোসেন রিমি।

এদিকে সোহেল তাজকে নিয়ে অনেক দিনপর আবারো রাজনৈতিক অঙ্গনে শুরু হয় গুঞ্জন। আবারও মন্ত্রিসভায় ফিরছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ – সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি স্ট্যাটাস পোস্ট হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নামে থাকা একটি পেজে।

তবে একে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন তাজউদ্দিন আহমদের মেয়ে, সোহেল তাজের বোন ও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

শেখ রেহানার নামে পরিচালিত ফেসবুক পেজের পোস্টটিতে লেখা হয়েছে,’মন্ত্রিসভায় ফিরছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তাজউদ্দীন আহম্মদ (বঙ্গতাজ)-এর সুযোগ্য সন্তান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ!!’

এই ফেসবুক পেজটির সূত্র ধরেই সোহেল তাজের মন্ত্রিসভায় ফিরে আসার খবরটি বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সিমিন হোসেন রিমি এ ব্যাপারে জানান, তার কাছে এমন কোনো তথ্যই আসেনি। ‘এ ধরণের কোনো যোগাযোগই হয়নি। সোহেল তো আমার সঙ্গেই থাকে। সে এসব ব্যাপারে সবকিছু আমাকে বলে। তাই এমন কিছু হলে অন্তত আমি জানতাম। আমি যতটুকু জানি, আপাতত এমন কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই।’

সিমিন হোসেন নিশ্চিত করে বলেন, মন্ত্রিসভায় যোগ দেয়ার মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটলে সোহেল তাজ অবশ্যই সেটি নিজেই ফেসবুকে দিতেন। শেখ রেহানার নামে ওই পেজের পোস্টটির ব্যাপারে তিনি বলেন, ‘সেটাও নিশ্চয়ই সে (সোহেল তাজ) দেখবে। তখন সে তার উত্তর দেবে।’

আপাতত বা অদূর ভবিষ্যতে সোহেল তাজের আবার দলে বা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন তাজের বোন।

মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর সোহেল তাজের আবারও মন্ত্রিসভা এবং দলের গুরুত্বপূর্ণ পদে ফিরে আসা নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরণের গুঞ্জন শোনা গেছে। তবে সেগুলো শেষ পর্যন্ত আর বাস্তব হয়নি।

উল্লেখ্য, তাজউদ্দীন আহমদের সবচেয়ে ছোট ছেলে সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে সোহেল তাজ পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!