• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহার করতে হবে


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০১৭, ০৮:৪৬ পিএম
২৫ ডিগ্রি সেলসিয়াসে এসি ব্যবহার করতে হবে

ঢাকা: শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুব কম তাপমাত্রায় ব্যবহার করে বিদ্যুতের অপচয় করা হচ্ছে বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ। এমনকি কর্মকর্তারা কক্ষে না থাকলেও এসি ছেড়ে রাখা হচ্ছে।

এমন পরিস্থিতিতে সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরের তাপমাত্রায় ব্যবহারের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

রোববার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মোহাম্মদ আলাউদ্দিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে বলা হয়েছে, কেবল অধিক জনসমাগম হলে ২৪ ডিগ্রি সেলসিয়াসে ব্যবহার করা যাবে।

২০০৯ সালেও এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন,  আমাদের কাছে অভিযোগ এসেছে এবং তথ্যও রয়েছে, বেশির ভাগ কর্মকর্তারাই এ আদেশ মানছেন না। তাই আমরা আবারও চিঠি দিয়ে সতর্ক করে দিচ্ছি।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!