• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকার অবৈধ: রিজভী


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০১৬, ১২:২১ পিএম
বর্তমান সরকার অবৈধ: রিজভী

বর্তমান সরকার অবৈধ। তাই এ সরকারকে টিকিয়ে রাখতেই ইসরাইলের গোয়েন্দা সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয় বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকারের বৈধতার জন্য এবং এ সরকারকে টিকিয়ে রাখতেই সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন।

সাফাদির সঙ্গে জয়ের বৈঠক নিয়ে সরকার কী পদক্ষেপ নেয় জনগণ এখন এটার দেখার অপেক্ষায়।

তিনি বলেন, আসলাম চৌধুরী ভারতের একজন মেয়রের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাফাদি উপস্থিত ছিলেন। সাফাদির সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের কোনো বৈঠক হয়নি। সরকার ষড়যন্ত্রের কথা বললেও তা প্রমাণ করতে পারেনি। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই সরকার আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করে তার ওপর নির্যাতন করছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!