• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোহাম্মদপুর থেকে নিখোঁজ সোনিয়া শারমিন, সন্ধান চায় পরিবার


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২৬, ০২:৩৮ পিএম
মোহাম্মদপুর থেকে নিখোঁজ সোনিয়া শারমিন, সন্ধান চায় পরিবার

ফাইল ছবি

ঢাকা: ঢাকার মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকা থেকে নিখোঁজ হয়েছে সোনিয়া শারমিন কান্তা (৪২) নামে এক নারী। সেই সময় থেকে এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই নারী। 

শারমিনকে খুঁজে পেতে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে কোথাও খুঁজে পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ। নিখোঁজ শারমিনের -বাসা নং-১/৩, ফ্ল্যাট নং- ৫/বি, আসাদ এভিনিউ, থানা- মোহাম্মদপুর, ঢাকা।

পরিবার সূত্রে জানা গেছে,  শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন সোনিয়া শারমিন কান্তা। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে তার স্বামীর বাসা তাজমহল রোডে যাওয়ার জন্য বের হয়। কিন্তু সে তার স্বামীর বাসায় যায়নি। এমনকি তার বাসায়ও ফিরে আসনি। সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নিখোঁজের বর্ননাঃ 
উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং: উজ্জল শ্যামলা, মুখমন্ডল গোলাকার, পরনে: হালকা গোলাপি রংয়ের সেলোয়ার কামিজ, বিস্কিট বংয়ের ওড়না, চুল বব কাটিং, সামনের চুল কিছু সাদা-কালো রং, পায়ে বাটা সেন্ডেল, হাতে একটি চটের ব্যাগ ছিল। কোনো সুহৃদয়বান ব্যক্তি শারমিনের খোঁজ  পেলে (০১৭১৫০২৮৮৭৭) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

পিএস

Wordbridge School
Link copied!