• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৫৬ এএম
একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

ব্যবসা ও বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারি কাঠামোয় বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে সরকার। বিনিয়োগ উন্নয়ন ও শিল্পায়নের সঙ্গে যুক্ত ছয়টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

যেসব প্রতিষ্ঠান একীভূত করার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে বর্তমানে একাধিক ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কার্যক্রম চালাচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি করে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ছয়টি সংস্থাকে একীভূত করার একটি প্রস্তাব আগের গভর্নিং বোর্ড সভায় উত্থাপন করা হয়েছিল।

তিনি জানান, পরে বিষয়টি পর্যালোচনার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে একাধিক উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টরা ছিলেন। কমিটির সুপারিশের ভিত্তিতেই নীতিগতভাবে একীভূতকরণে সম্মতি দেওয়া হয়েছে।

চৌধুরী আশিক বিন হারুন আরও বলেন, একীভূতকরণের সিদ্ধান্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে নির্বাচিত সরকার এসে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

একীভূত কাঠামো কেমন হবে, সে বিষয়ে একটি প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন সংস্থার সাংগঠনিক নকশা তৈরির জন্য একজন স্বাধীন তৃতীয় পক্ষের কনসালট্যান্ট নিয়োগ করা হবে, যাতে কোনো সংস্থার কর্মকর্তা-কর্মচারী আলাদাভাবে কোনো সুবিধা না পান এবং সবাই সমানভাবে অন্তর্ভুক্ত হন।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরকারের দৃষ্টিতে ভবিষ্যতে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন সংক্রান্ত এসব কার্যক্রম একটি একক সংস্থার অধীনেই পরিচালিত হবে। সেই লক্ষ্যেই ছয়টি সংস্থাকে একীভূত করার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এম

Wordbridge School
Link copied!