• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডলারের দাম বেড়ে সর্বোচ্চ 


সোনালী ডেস্ক অক্টোবর ২২, ২০২৫, ০৮:২৪ পিএম
ডলারের দাম বেড়ে সর্বোচ্চ 

ফাইল ছবি

টাকার বিপরীতে ডলারের দাম বুধবার আরও বেড়েছে। দেশের বিভিন্ন ব্যাংকে ডলারের সর্বোচ্চ বিক্রয়মূল্য পৌঁছেছে ১২২ টাকা ৭৫ পয়সা। গত সপ্তাহে এই দাম ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা, যা আগের দিন ছিল ১২২ টাকা। ২০ অক্টোবর পর্যন্ত ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সার আশপাশে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়াসহ কয়েকটি কারণে সম্প্রতি ডলারের দাম বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়েছে, যা আগের মাসের ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে ৩৮ মিলিয়ন ডলার (প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে) কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এসএইচ
 

Wordbridge School
Link copied!