• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২০, ০৪:২৩ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা

ঢাকা: মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলির তদবির নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরে না আসার নির্দেশনা জারি করা হয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে রোববার (১৫ নভেম্বর) এ নির্দেশনা জারি করা হয়। পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে দেশের সব উপ-পরিচালককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আরও পড়ুন: কাগজ-কলমে বন্ধ থাকলেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই খোলা

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা প্রায়ই বিনা অনুমতিতে অধিদফতরের মহাপরিচালকের কাছে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধি বিধানের পরিপন্থী, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধিরও পরিপন্থী। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়। এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।

এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদফতরে আসার আগে নিয়য়ন্ত্রকারী কর্মকর্তা এবং অধিদফতরের পরিচালক প্রশাসনের পূর্বানুমতি ও ছুটি গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। খবর: বাংলা ট্রিবিউন

সোনালনিউজ/টিআই

Wordbridge School
Link copied!