• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়তে পারে 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০২১, ১২:৪৭ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়তে পারে 

ফাইল ফটো

ঢাকা: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। পরবর্তীতে দফায় দফায় বাড়ানো হয় এই ছুটি। বর্তমানে ১৬ জানুয়ারির পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা রয়েছে। এবার আরও একদফায় বাড়ানো হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানেরি ছুটি। 

শনিবার (৯ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ছুটি বাড়াতে হতে পারে। প্রধানন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তবে পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লেও অনলাইনে পাঠদান কার্যক্রম চলমান থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। 

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্কুল খোলার মতো কোনো অবস্থা নেই। এ পরিস্থিতিতে ১৬ জানুয়ারির পর আবারও ছুটি বাড়াতে হতে পারে। শিক্ষামন্ত্রী সরকার প্রধানের সঙ্গে কথা বলে কতদিন ছুটি বাড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষপ্রতিষ্ঠানের ছুটি আরও ১৫ দিন বাড়তে পারে। দু’একদিনের মধ্যে এ বিষয়ে জানা যাবে।

উল্লেখ্য, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়। গত ১৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ ছুটির কথা জানায়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!