• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘জাহিদ ভাই ভালোবাসা দিবেন, ছোট ভাই হিসেবে চাওয়া’


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৮, ২০২২, ০২:৫৯ পিএম
‘জাহিদ ভাই ভালোবাসা দিবেন, ছোট ভাই হিসেবে চাওয়া’

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। এর ফলে তারকায় মুখর হয়ে উঠেছে এফডিসি। তারকারা আসছেন, ভোট দিচ্ছেন। অন্য তারকাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, আড্ডায় মেতে উঠছেন।

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসানও। যদিও তিনি নাটকের মানুষ হিসেবে বেশি পরিচিত। তবে দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এর সুবাদে তিনিও শিল্পী সমিতির ভোটার।

হাস্যোজ্বল মুখে এফডিসিতে প্রবেশ করেন জাহিদ হাসান। এরপর নির্বাচনের পরিবেশ দেখে বললেন, ‘মনে হচ্ছে জাতীয় নির্বাচনের চেয়েও বড় নির্বাচন। তবে খুব সুন্দরভাবে ভোট চলছে। সামগ্রিক পরিবেশ দেখে আমি সন্তুষ্ট।’

বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে প্রবেশ করেন জাহিদ হাসান। তিনি গাড়িতে থাকা অবস্থায়ই তার সঙ্গে কুশল বিনিময় করেন চিত্রনায়ক ফেরদৌস। যিনি ‘কাঞ্চন-নিপুণ প্যানেল’-এর সক্রিয় সমর্থক। তিনি জাহিদ হাসানকে বলেন, ‘জাহিদ ভাই আমাকে ভালোবাসা দিবেন। এটুকু ছোট ভাই হিসেবে আপনার কাছে আমার চাওয়া।’

উল্লেখ্য, এই নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপরীতে রয়েছে মিশা-জায়েদ প্যানেল। সকাল সোয়া ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকাল অব্দি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!