• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কম্বল হাতে শীতার্তদের দুয়ারে এমপি ফেরদৌস


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৬, ২০২৪, ০৭:১৪ পিএম
কম্বল হাতে শীতার্তদের দুয়ারে এমপি ফেরদৌস

ছবি প্রতিনিধি

ঢাকা: দেশজুড়ে জেঁকে বসেছে শীত। রাজধানীতেও তীব্র শীতের প্রকোপ। এই সময়ে ঢাকা-১০ আসনের খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘব করতে দশ-এর ঘরে ঘরে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হলেন এমপি-চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে জনকল্যাণে নিজেকে ব্যস্ত রেখেছেন এই নায়ক-নেতা। সোমবার (১৫ জানুয়ারি) ইয়াংস্টার-এর উদ্যোগে ৫ দিন ব্যাপি ৫ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ফেরদৌসের হাত দিয়ে এই উদ্যোগটির সূচনা হয়। ইয়াং স্টার গ্রুপের প্রধান বিশাল এই উদ্যোগটি নেন।

এ সময় ফেরদৌস বলেন, বেশ কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আমরা এখানে এসেছি পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। সবাইকে বলব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।

এর আগে নির্বাচনে বিজয়ী হয়েই (০৮ জানুয়ারি) নিজের পোস্টার নিজেই অপসারণ করেন ফেরদৌস। এছাড়াও ককটেল বিস্ফোরণে আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন চিত্রনায়ক ও ঢাকা- ১০ এর বর্তমান এই সংসদ সদস্য।

ওয়াইএ

Wordbridge School
Link copied!