• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ে করলেন রাকুলপ্রীত ও জ্যাকি


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২৪, ১২:১২ পিএম
বিয়ে করলেন রাকুলপ্রীত ও জ্যাকি

ঢাকা: এবার সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের নির্মাতা ও অভিনেতা জ্যাকি ভগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং।  দক্ষিণ গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে জ্যাকি ও রাকুলের রাজকীয় বিয়ের আসর বসেছিল।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার সকাল থেকেই গোয়ার সৈকতে ছিল তারকাদের হাট। শিখ রীতিতে সাত সকালে আনন্দকরজ হওয়ার পর দুপুরে সিন্ধি মতে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এ তারকাজুটি।

বিয়ের প্রথম ছবি দিয়ে রাকুল-জ্যাকি লিখেছেন, “চিরকালের জন্য তুমি শুধু আমার। এখন দুজনেই ভাগনানি।”

তারকাদম্পতির খুনসুঁটির মুহূর্ত দেখে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ ধাওয়ান, সামান্থাসহ বলিপাড়ার একাধিক তারকা।

জানা যায়, পুরো ফিল্মি কায়দাতেই বিয়ে সেরেছেন বলিউডের এ তারকাজুটি। বিয়ের জন্য প্যাস্টেল শেডের পোশাকই বেছে নিয়েছিলেন রাকুল-জ্যাকি। অভিনেত্রীর পরনে ছিল গোলাপি লেহেঙ্গা। আর তার সঙ্গে বেইজ রঙের কুর্তা শেরওয়ানি বেছে নিয়েছিলেন জ্যাকি ভাগনানি।

এআর

Wordbridge School
Link copied!