• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাবার কাণ্ডে লজ্জায় লাল শাহরুখকন্যা সুহানা


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:০২ এএম
বাবার কাণ্ডে লজ্জায় লাল শাহরুখকন্যা সুহানা

ঢাকা: বলিউড বাদশা শাহরুখ খান মুম্বাইয়ের এক বিশেষ নেটফ্লিক্স ইভেন্টে হাজির হন দুই সন্তান- আরিয়ান খান ও সুহানা খানকে নিয়ে। তবে এসময় অনুপস্থিত ছিল পরিবারের কনিষ্ঠ সদস্য আব্রাম। 

আরিয়ানের প্রথম পরিচালিত বলিউড সিরিজের উদ্বোধনে খান পরিবারের উপস্থিতি নজর কেড়েছে সকলের। তবে অনুষ্ঠানে সবার নজর কেড়েছে শাহরুখ ও সুহানার একটি মজার মুহূর্ত।  

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ, সুহানা ও আরিয়ান ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। সেই সময় মেয়ের পোশাক একটু ঠিক করে দেন শাহরুখ। সুহানা বাবার এই যত্ন দেখে লজ্জায় হেসে ফেলেন। পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ানও একবার আড়চোখে বোনের দিকে তাকান। আর গৌরী খান? তিনি পুরো বিষয়টি মজার ছলেই নেন। কারণ তিনি ভালোভাবেই জানেন, শাহরুখ বাবা হিসেবে কতটা পজেসিভ!  


ওই অনুষ্ঠানে আরিয়ানের ডেবিউ সিরিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের সন্তানদের ছোটবেলার এক মজার গল্প শেয়ার করেন শাহরুখ। তিনি বলেন, ‘আরিয়ান ও সুহানা যখন ছোট ছিল, তখন করণ জোহর, আদিত্য চোপড়া, হৃতিকের মতো অনেকে আমাদের বাড়িতে আসতেন। ওরা যেহেতু সবাইকে টিভিতে দেখত, তাই একদিন জিজ্ঞেস করল— ‘বাবা, সবাই কি টিভিতে কাজ করে?’ এমনই পরিবেশে ওরা বড় হয়েছে।’

শাহরুখ আরও জানান, এই সিরিজের জন্য একাধিক বলিউড তারকা অভিনয় করতে রাজি হয়েছেন কেবলমাত্র আরিয়ানের প্রতি ভালবাসা থেকে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আরিয়ানের জন্য এই সিরিজে অভিনয় করতে রাজি হয়েছেন। ওদের নাম এখনই বলা যাবে না, কারণ আরিয়ান আমাকে শো সম্পর্কে বেশি কিছু বলার অনুমতি দেয়নি! তবে আমি পুরো টিমকে ধন্যবাদ জানাই, এপিসোডগুলো সত্যিই দারুণ হয়েছে।

ইউআর

Wordbridge School
Link copied!