• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের ফাঁসি চাইলেন ওমর সানী


বিনোদন প্রতিবেদক এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৫ এএম
শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের ফাঁসি চাইলেন ওমর সানী

ঢাকা: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামক এক শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদে মুখর সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে তীব্র প্রতিবাদ। অনেকেই হত্যাকারীদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবি তুলছেন। দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর দাবিও একই।

রবিবার (২০ এপ্রিল) ফেসবুকের এক পোস্টে শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেছেন ওমর সানী। পোস্টে তিনি লিখেছেন, ‘মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো, এতে করে একটা প্রাণ চলে যাবে?’
 
দোষীদের ফাঁসির দাবি জানিয়ে ওমর সানী লেখেন, ‘রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক, অসুবিধা নাই। রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে, অপেক্ষায় থাকলাম।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের বাড়ি ময়মনসিংহে। এ ঘটনায় জাহিদুলের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে মামলায়।

ইউআর

Wordbridge School
Link copied!