ঢাকা: বিনোদন জগতের ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান মাঝে মধ্যেই নিজের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন। সেখানে নানা বিষয়ে কথা বলতে দেখা যায় তাকে। এবার সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ঝারলেন অভিনেত্রী। কিন্তু কেন?
গতকাল মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটি করপোরেট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন— ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম।
একটি সূত্র জানায়, স্বামী-স্ত্রীর নির্দেশে তাদের গৃহকর্মী একটি বিড়ালছানাকে মেরেছে। সেই বিড়ালটি মৃত্যুশয্যায়, যা সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া। ঘটনা ঘটেছে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে। ইলমার ছোট ভাই স্কুল থেকে ফিরে একটি বিড়ালের করুণ কান্নার শব্দ শুনে তাকে জানায়। আতঙ্কিত ইলমা ছুটে যান উপরের তলায়। গিয়ে দেখেন— প্রতিবেশীর বাসার দরজা খোলা এবং তাদের গৃহকর্মী একটি সাদা বিড়ালছানাকে লোহার রড দিয়ে নির্মমভাবে পেটাচ্ছে। ইলমা ছুটে গিয়ে বিড়ালছানাটিকে রক্ষা করেন। তিনি বুঝতে পারেন―এই নির্যাতনের শিকার বিড়ালটি তারই আদরের বিড়ালছানা। ও কাঁপছিল, কাঁদছিল, চলতে পারছিল না, আর নাক দিয়ে রক্ত ঝরছিল।
এ বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ব্যাপারে একটি করপোরেট প্রতিষ্ঠান পদক্ষেপ নেবে বলে পোস্ট দেয় তার অফিশিয়াল ফেসবুক পেজে।
সেটিই শেয়ার করে সাদিয়া আয়মান লিখেছেন— ওরা মানুষ নয়, পশুর চেয়েও অধম। মূলত বিড়ালছানাকে মারার নির্দেশদাতা স্বামী ও স্ত্রীকে উদ্দেশ করেই এমনটি লিখেছেন অভিনেত্রী। সেই সঙ্গে করপোরেট প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান তিনি
ইউআর