• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জঙ্গিদের মুসলমান মনে করি না: আমির খান 


বিনোদন ডেস্ক জুন ১৭, ২০২৫, ১১:২৭ এএম
জঙ্গিদের মুসলমান মনে করি না: আমির খান 

ঢাকা: কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীর হামলার সোচ্চার হয়েছিলেন বলিউড তারকারা। প্রতিবাদ হয়েছিলেন অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্ররা। তবে আমির খান ছিলেন চুপ। এবার তিনি মুখ খুললেন। জানালেন জঙ্গিদের মুসলমান মনে করেন না তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, “জঙ্গি হামলা অত্যন্ত হিংস্র। কোনো জঙ্গিকে ধর্মের ভিত্তিতে বিচার করা বোকামি। কারণ তারা আমাদের দেশে ঢুকে সাধারণ নিরীহ মানুষদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। আমি কিংবা আপনি যে কেউ থাকতে পারতাম। তারা ধর্মপরিচয় জেনে গুলি চালিয়েছে। এই হামলা শুধু আমাদের দেশের ওপর নয়, আমাদের একতার ওপর হামলা। অবশ্য তারা এরইমধ্যে পাল্টা কড়া জবাব পেয়েছে।”

এদিকে পহেলগাঁও হামলায় টুশব্দ না করায় সমালোচকরা নিন্দামন্দ করেছিলেন আমিরের। সেসবের জবাবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, “অনেকেই সোশাল মিডিয়ায় রয়েছেন, তাঁরা এই ঘটনা নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন। আমি সোশাল মিডিয়ায় সক্রিয় নই। আমি আমাদের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে কী এমন ভুল করেছিলাম? আমি ছবির পাশাপাশি সেনাবাহিনী নিয়ে কিছু বলতে পারি না? আমি যদি ছবি মুক্তি নিয়ে শুধু পড়ে থাকতাম, কিছু না বলতাম, তাহলে মনে হয় সঠিক কাজ হত না। তাই মনে হল খোলাখুলি কথা বলা প্রয়োজন।”

ইউআর

Wordbridge School
Link copied!