• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিসেম্বরেই প্রেমিককে বিয়ে করছেন মধুমিতা 


বিনোদন প্রতিবেদক জুলাই ১৫, ২০২৫, ০২:৩১ পিএম
ডিসেম্বরেই প্রেমিককে বিয়ে করছেন মধুমিতা 

ঢাকা: ২০২৪ সালের অক্টোবরে প্রথমবার প্রেমিককে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সামাজিক মাধ্যমে পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে নায়িকাকে। 

পাহাড়ে ছুটি কাটানো হোক বা পোষ্যের সঙ্গে সময় কাটানো, দুজনেই একসঙ্গে সময়গুলো চুটিয়ে উপভোগ করছেন। নিজেদের প্রেমের সম্পর্ককেই এবার বিয়েতে রূপ দিতে চলেছেন এই জুটি। 

ভারতীয় গণমাধ্যমের দাবি, ইতোমধ্যেই বিয়ের শাড়ি-গয়না ঠিক করে ফেলেছেন অভিনেত্রী। তবে এখনও বিয়ের দিন প্রকাশ্যে আনেননি মধুমিতা।

টলিপাড়ার জোর গুঞ্জন, আসছে ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সম্ভবত ৫ ডিসেম্বর হবে বিয়ে, ৭ ডিসেম্বর বৌভাত। যদিও অভিনেত্রীর তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য আসেনি।

এর আগে গত বছরের সপ্তমীতে প্রথম প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, “নতুন শুরু।” সেসময় অভিনেত্রী বলেছিলেন, “হ্যাঁ প্রেম করছি। তবে সম্পর্কটা একেবারেই নতুন। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।”

‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির পর থেকে ব্যক্তিগত জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মধুমিতা। এবার কী তবে গুঞ্জন সত্যি হতে চলেছে, উত্তর দেবে ডিসেম্বর মাসই।

ইউআর

Wordbridge School
Link copied!