• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কলকাতায় জয়ার কাজ করা নিয়ে তৃণমূল নেত্রীর প্রতিবাদ


বিনোদন ডেস্ক জুলাই ১৬, ২০২৫, ০৫:৪৭ পিএম
কলকাতায় জয়ার কাজ করা নিয়ে তৃণমূল নেত্রীর প্রতিবাদ

ঢাকা: এক যুগের বেশি সময় ধরে ভারতের পশ্চিমবঙ্গে কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টালিউডে তার উপস্থিতি, জনপ্রিয়তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। শুধু তা-ই নয়, জয়া আহসানসহ বাংলাদেশের শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষে এই নেত্রী।

কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ নম্বর বরোর চেয়ারপারসন জুঁই বিশ্বাস একই সঙ্গে তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং দলটির মুখপাত্র। তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী। স্বরূপ বিশ্বাস আবার টালিউড শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশনের সভাপতিও।

জয়া আহসানের টালিউডে কাজ করা নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন জুঁই বিশ্বাস। সেই স্ট্যাটাস টালিউডের অনেকে শেয়ারও করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পোস্টে তিনি লেখেন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি? আমাদের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না, অথচ জয়া আহসানের মতো একজন বাংলাদেশিকে রেড কার্পেট দিয়ে এখানে অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে! পশ্চিমবঙ্গের কি কোনো শিল্পী নেই, যারা ওই চরিত্রটি করতে পারত? কেন ভারতীয় জাদুঘরে জয়াকে নিয়ে অ্যালবাম রিলিজ হয়? যারা এসব সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশবিরোধী কাজ করছেন না?’

এখানেই থেমে থাকেননি জুঁই বিশ্বাস। তিনি আরও প্রশ্ন তোলেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?

জয়া আহসানকে গৌতম ঘোষ, সৃজিত মুখার্জি, কৌশিক গঙ্গোপাধ্যায়সহ বহু নামী নির্মাতার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। তার অভিনয় ও পরিশীলিত উপস্থিতি প্রশংসিতও হয়েছে। তবে এবার সেই সফল যাত্রা নিয়েই প্রকাশ্য আপত্তি তুললেন এই নেত্রী।

এই মন্তব্যের প্রেক্ষিতে টালিউডের অন্য শিল্পী, পরিচালক এবং বাংলাদেশি শিল্পী মহলের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে বিতর্ক যে আরও বড় আকার নিতে পারে, তা অনুমান করা যাচ্ছে ইতোমধ্যেই।

জানা গেছে, জয়া আহসানের অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি মুক্তির আগ মুহূর্তে এই বিতর্কে উত্তাল হয়ে উঠেছে টালিউড।

ইউআর

Wordbridge School
Link copied!