• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুম্বাইয়ে বলিউড অভিনেত্রীর কাতারে জয়া আহসান


বিনোদন ডেস্ক জুলাই ১৮, ২০২৫, ০৪:৫৫ পিএম
মুম্বাইয়ে বলিউড অভিনেত্রীর কাতারে জয়া আহসান

ঢাকা: অভিনেত্রী জয়া আহসান টালিউড থেকে বলিউড- প্রায় সবখানেই কমবেশি বিচরণ তার। অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় জয়ার। সেখানে অন্যতম শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন অভিনেত্রী।

এবার বলিউড প্রসঙ্গে ফের আলোচনায় এলেন জয়া আহসান। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় খাদ্যজাতীয় পণ্য প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠান ‘সানফিস্ট মমস ম্যাজিক’-এর একটি ইভেন্ট। সেখানে বলিউড তারকা, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ খ্যাত অভিনেত্রী মন্দিরা বেদি, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীসহ অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন জয়া আহসান।

সেই অনুষ্ঠান প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন জয়া। তাতে উল্লেখ করেন, ‘সময়ের সঙ্গে আমি বিশ্বাস করতে শিখেছি— মাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগগত পথচলা, যা সময়ের সঙ্গে মা ও সন্তানের মধ্যে গড়ে ওঠে। দত্তক সন্তান গ্রহণ সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ হতে পারে।’

নিজের আসন্ন সিনেমা ‘ডিয়ার মা’-এর গল্প টেনে জয়া আরো লেখেন, ‘আমাদের নতুন ছবি ‘ডিয়ার মা’-ও এমন এক বন্ধনের গল্প বলে। শুধু প্রচারের জন্য নয়, এই রকম একটি আলোচনায় অংশ নিতে পারা আমার জন্য সম্মানের।’

এদিন ছবিতে জয়াকে দেখা গেছে নীল শাড়িতে। তার পাশে ছিলেন মন্দিরা বেদিও। মঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন তারা।

এদিকে রাত পোহালেই ওপার বাংলায় মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এতে আরো অভিনয় করেছেন ওপার বাংলার চন্দন রায় স্যানাল, শাশ্বত চ্যাটার্জি। ছবির মূল বিষয় একজন মা ও তার দত্তক নেওয়া সন্তানের গভীর সম্পর্ক নিয়ে।

ইউআর

Wordbridge School
Link copied!