• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিমান বিধ্বস্তের ঘটনায় সাদিয়া-তৌসিফের রক্তদানের আহ্বান


বিনোদন প্রতিবেদক জুলাই ২২, ২০২৫, ০৪:২৩ পিএম
বিমান বিধ্বস্তের ঘটনায় সাদিয়া-তৌসিফের রক্তদানের আহ্বান

ঢাকা: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। আহতের অবস্থারও অবনতি হচ্ছে। এমন সময়ে প্রয়োজন পড়ছে রক্তের। দেশের এই ক্রান্তিকালে রক্তদানে আহ্বান জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী সাদিয়া আয়মান।

সোমবার (২১ জুলাই) নিজের ফেসবুকে তৌসিফ লিখেছেন, ‘যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।’

আরেক পোস্টে তৌসিফ লেখেন, ‘আমাদের নাটক ‘বেশি বলে বুলবুলি’ আজ প্রকাশ করার কথা ছিল, তবে এই শোকের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এর প্রকাশ স্থগিত করা হয়েছে। নাটকটির নতুন প্রকাশের তারিখ খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’

অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে। ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা। প্রচুর ব্লাড রিকুইজিশন আসসে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন।’

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।
 

ইউআর

Wordbridge School
Link copied!