• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট : ওমর সানী


বিনোদন প্রতিবেদক জুলাই ২৪, ২০২৫, ০১:০০ পিএম
লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট : ওমর সানী

ঢাকা: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের পাইলটসহ ২৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। এখনো হাসপাতালগুলোতে চলছে শোক ও আর্তনাদ।

একদিকে মাইলস্টোনের ঘটনা দিনকে দিনকে যেমন আরো জটিল হয়ে ওঠছে, অন্যদিকে দাবি উঠেছে, লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার। যা ঘিরে তোলপাড় শুরু হয় রাজধানীতে। ছাত্রদের সঙ্গে সংঘর্ষও হয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা সাংস্কৃতিক অঙ্গন, মাইলস্টোনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশের দাবি জানাতে দেখা গেছে সবাইকে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখাই যেন দায় হয়ে পড়েছে! টাইমলাইনজুড়ে লাশ আর পোড়া স্কুলের বীভৎস সব ছবি ভিডিওতে ভরে ওঠেছে। অতি উৎসাহী ইউটিউবার, টিকটকার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকের কনটেন্ট খোঁজার ব্যস্ততায় হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসাও ব্যাহত হচ্ছে। যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষজনও।

এ বিষয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন চিত্রনায়ক ওমর সানীও। গতকাল নিজের ফেসবুক আইডি থেকে এ অভিনেতা লেখেন, ‘লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান আপনাকে আমাকে শুধু ডাকে।’ 

ওমর সানীর পোস্টকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন অনুরাগীরা। কেউ বলছেন, ‘খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয়।’ কারো মন্তব্য, ‘যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেশের কথা চিন্তা না করে নিজের দলের কথা চিন্তা করে সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আর একশ্রেণির মানুষ তো আছেই ভিউ ব্যবসায়ী।’ কারো মতে, ‘এমন একটা দেশে আমরা বস করি এখানে সবকিছুতেই রাজনীতি।’

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (বুধবার দুপুর ১টা) ২৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া চিকিৎসাধীন আছে ৬৯ জন। তারা রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।
 

ইউআর

Wordbridge School
Link copied!