• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্ষমতা মানুষকে দানব বানায়: মম


বিনোদন প্রতিবেদক জুলাই ২৫, ২০২৫, ০২:০৪ পিএম
ক্ষমতা মানুষকে দানব বানায়: মম

ঢাকা: অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, ক্ষমতা মানুষকে বানায় দানব। আর দানবের শিল্পী পরিচয় বিলীন হয়ে যায়। 

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি কার্ড শেয়ার করে অভিনেত্রী এ কথা বললেন। ওই কার্ডে লেখা ছিল ফারুকীর বক্তব্য ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এইসবই তো রেকর্ডেড।

সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

মূলত ফারুকীর বক্তব্যের সমালোচনা করে মম এসব লিখেছেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের এই অভিনেত্রী বলেন, ‘প্রচলিত প্রবাদ- "ভুতের মুখে রাম নাম" যার প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন ; ক্ষমতা মানুষকে বানায় দানব। আর দানবের শিল্পী পরিচয় বিলীন হয়ে যায়।’

এক্ষেত্রে তিনি উদাহরণও টানেন। মম বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে ব্যাপারটা বুঝতে পারেন। জেলেনেস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে।আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে "ড্রোন", আকাশে উড়ে টাকা। জাতির আশার উপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীনতা শিখায় দায়িত্বশীলতা!’

ঠিক একই দাবির একটি পোস্ট শেয়ার করেছেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। পরে ভক্তদের তীব্র সমালোচনার কবলে পোস্টটি মুছে দেন।
 

ইউআর

Wordbridge School
Link copied!