• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘সব ষড়যন্ত্র ব্যর্থ হবে’ মোদির জয়জয়কারে আবারও তনুশ্রী


বিনোদন ডেস্ক জুলাই ২৯, ২০২৫, ০৪:১৮ পিএম
‘সব ষড়যন্ত্র ব্যর্থ হবে’ মোদির জয়জয়কারে আবারও তনুশ্রী

ঢাকা: বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও শিরোনামে। সাম্প্রতিক সময়ে একের পর মন্তব্য করে আলোচনায় এ অভিনেত্রী। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তিনি জানিয়েছেন, নিজের বাড়িতেই বারবার হেনস্তার শিকার হচ্ছেন তিনি। অভিনেত্রীর দাবি, মাঝরাতে অজানা কেউ দরজায় ধাক্কা দেয়, আশপাশে চিৎকার-চেঁচামেচি চলে।

তনুশ্রীর এসব অভিযোগ নিয়ে চলছে বিস্তার আলোচনা। এরপর অভিনেত্রী অভিযোগ আনেন যে, তার খাবারে বিষ মেশানো হয়েছিল। এসব আলোচনার মধ্যেই শ্রাবণ মাসে পাঁঠার মাংস খেয়ে উপোস ভাঙার কথা বলে তুমুল বিতর্কে নাম জড়ান এ অভিনেত্রী।

তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করে আবারও আলোচনায় তিনি।

মোদির জয়জয়কার শুরু করলেন তিনি। দাবি করলেন, মোদির বিরুদ্ধে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি নাকি স্বয়ং মহাদেবের থেকে জানতে পেরেছেন, আগামী সাত বছর মোদিই থাকবেন ক্ষমতায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তনুশ্রী মোদি প্রসঙ্গে লিখেছেন, ‘মহাদেব বলেছেন, অন্তত আগামী সাত বছর মোদিজিই থাকবেন।

দেশকে এগিয়ে নিয়ে যেতে ওর সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন মহাদেব। সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তাই এই সব করে লাভ নেই।’

তনুশ্রী আরো লেখেন, ‘ওকে (মোদি) মন দিয়ে ওর কাজ করতে দিন। এতেই সবার মঙ্গল হবে। ভারতকে আরো ভালো করে গড়ে তুলতে ওকে সবাই সাহায্য করুন।’

উল্লেখ্য, এর আগে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় উঠে আসেন তনুশ্রী দত্ত। বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছিলেন। মাফিয়ার লোকদের কারণে বলিউড ছাড়ার অভিযোগও তুলেছিলেন। হুমকি আর হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছেন একাধিকবার। পর্দায় এখন আর অভিনয় না করলেও নিজের বিভিন্ন অভিযোগ ও বক্তব্যের জন্য প্রায়ই শিরোনামে ওঠে আসেন ‘আশিক বানায়া আপনে’খ্যাত এ অভিনেত্রী।

ইউআর

Wordbridge School
Link copied!