• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস : জাহের আলভী


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৫, ০৩:২৭ পিএম
কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস : জাহের আলভী

ঢাকা: আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে দিনটিতে সরকারি ছুটি বাতিল করা হয়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা ছবি ও কলমে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

আজ শুক্রবার ছোট পর্দার অভিনেতা জাহের আলভীও শোক প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করে জাহের আলভী লিখেছেন, কেউ মানুক আর না মানুক , আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

কদিন আগে জাহের আলভী একাত্তর ও মুক্তিযুদ্ধ বিষয় নিয়েও পোস্ট দিয়েছেন। এ নিয়ে অনেকে তাকে আওয়ামী তকমাও দিয়েছেন। 

ইউআর

Wordbridge School
Link copied!