• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘অনৈতিক’ সম্পর্কে নির্মাতা আর্থিক সজীব, যা বললেন স্ত্রী সুমাইয়া


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৫, ২০২৫, ০৪:৪২ পিএম
‘অনৈতিক’ সম্পর্কে নির্মাতা আর্থিক সজীব, যা বললেন স্ত্রী সুমাইয়া

ঢাকা: দেশের একটি আলোচিত ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা ও নাট্য নির্মাতা আর্থিক সজীবও অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে অনৈতিক ও পেশাগত অনিয়মের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বইছে। এই বিতর্কে মুখ খুলছেন টিমের বর্তমান ও একাধিক সাবেক সদস্য।

ইতোমধ্যে এ বিষয়ে সরব হয়েছেন বর্তমান সদস্য আরোহী মিম, পরিচালক মামুন অর রশিদ, অভিনেতা সিয়াম মৃধা, অভিনেত্রী নাসিমা খানম প্রিমা, অভিনেতা ফারুক আহমেদ, আর্থিক সজীবের ভাগ্নি এবং সাবেক টিম সদস্য সামিয়া সুলতানা শোভা, অভিনেত্রী সানজিদা আলম, অদ্রিতা তিথি এবং টিমের সাবেক গায়িকা জাকিয়া সুলতানা স্বর্ণলতা।

তাদের অভিযোগে উঠে এসেছে সজীব-সাথীর পরকীয়া প্রেম, টিমে পক্ষপাতিত্ব, ষড়যন্ত্র এবং বিনা কারণে সদস্যদের বাদ দেওয়ার মতো ঘটনা।

এ ছাড়া ব্যক্তিগত স্বার্থে অন্য সদস্যদের ক্ষতি করার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ মানতে নারাজ তার স্ত্রী সুমাইয়া খাতুন। 

তিনি স্বামীর অভিযোগ নিয়ে বলেন, ‘আমার স্বামীকে নিয়ে ওরা যা বলছে, তা দীর্ঘদিনের পরিকল্পিত নাটক। ওরা ওদের নিজেদের স্বার্থে আমার হাজবেন্ডের নামে বদনাম করছে। আমার হাজবেন্ড কেমন তা তো ওই সব নোংরা মেয়েদের কাছে শুনতে হবে না। আমার হাজবেন্ড কেমন এই সার্টিফিকেট তো আমাকেই দিতে হবে, আমি তাকে সবচেয়ে ভালো জানি।’

সুমাইয়া বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে ৮ বছর। এই ৮ বছরে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো। ও আমার সব জানে আমি ওর সব জানি। আমার কখনো মনে হয়নি আমার হাজবেন্ড এরকম কষ্ট দেওয়ার মতো কাজ করবে। ও মিডিয়াতে কাজ করে, আলভী, সাথী এদের সাথে সে ফোনে কথা বলে। কিন্তু সে কাজের জন্য কথা বলেন, যেগুলো ওর নামে ছড়ানো হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা।’

এদিকে এসব ঘটনা নিয়েই সম্প্রতি আরোহী মিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে রেগে গিয়ে শায়লা সাথীর মুখে জুতা ছুড়ে মারেন অভিনেত্রী আরোহী মিম। স্কুল গ্যাং নামের ওয়েব সিরিজের শুটিং সেটে এমনটাই ঘটেছে বলে নিশ্চিত করেছেন মিম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে।

ইউআর

Wordbridge School
Link copied!