• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মারা গেলেন ‘কেজিএফ’খ্যাত অভিনেতা


বিনোদন ডেস্ক আগস্ট ২৬, ২০২৫, ১১:৩৯ এএম
মারা গেলেন ‘কেজিএফ’খ্যাত অভিনেতা

ঢাকা: ভারতের কর্ণাটকের উডুপির নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা দিনেশ মাঙ্গালোর। তুমুল আলোচিত আরেক ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’–এর শুটিং চলাকালীন স্ট্রোক করেছিলেন দিনেশ। বেঙ্গালুরুতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও গত সপ্তাহে তিনি অসুস্থ বোধ করলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সোমবার (২৫ আগস্ট) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ভারতীয় এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, দিনেশের মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হবে। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে সুমনাহল্লি শ্মশানে।

ব্যক্তিজীবনে দিনেশ মাঙ্গালোর দুই সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে। 

উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দিনেশ মাঙ্গালোর শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্বচরিত্রে পরিণত করেন।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি। দিনেশ মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। তিনি সেখানে প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং পরবর্তী সিকুয়েলে তার চরিত্রটি মারা যায়। কেজিএফের সাফল্যের পর তিনি ভারতজুড়ে পরিচিতি পান।

ইউআর

Wordbridge School
Link copied!