• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘ফারিয়ার জীবনে এবার যেন সত্যিকারের সুখ আসে’


বিনোদন ডেস্ক অক্টোবর ১৩, ২০২৫, ১২:২৫ পিএম
‘ফারিয়ার জীবনে এবার যেন সত্যিকারের সুখ আসে’

অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন—দুই ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রে থাকেন শবনম ফারিয়া। দ্বিতীয়বার বিয়ের পর নতুন জীবনের শুরুটা তিনি করছেন রোমান্টিক ছুটিতে। স্বামী তানজিব তৈয়বকে সঙ্গে নিয়ে হানিমুনে পাড়ি দিয়েছেন শ্রীলঙ্কা ও মালদ্বীপে।

গত ১৯ সেপ্টেম্বর ঘনিষ্ঠ পরিসরে দ্বিতীয়বার বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ফারিয়া। সামাজিক মাধ্যমে সে ছবি ভাগ করে নিয়ে ভক্তদের চমকে দেন। এবার বিয়ের পর প্রথম সফর নিয়েও তৈরি হয়েছে উচ্ছ্বাস ও জল্পনা।

আরো পড়ুন: বেয়াদবি, চড় আর মৌসুমীকে বিয়ে—তিন কারণে ওমর সানীর ক্যারিয়ার ধ্বংস

বিয়ের কিছুদিন পরই ৭ অক্টোবর শ্রীলঙ্কায় দেখা যায় শবনম ফারিয়াকে। এরপর মালদ্বীপের জনপ্রিয় রিসোর্ট আদারান ওশান ভিলাস ও হুধুরানফুশি আইল্যান্ড রিসোর্ট থেকে একের পর এক ছবিতে দেখা গেল তাকে। কখনো কাঠের জেটির উপর হলুদ পোশাকে, কখনো সানগ্লাস পরে সমুদ্রতটে—সবখানেই যেন ভালোবাসায় মোড়া এক নববধূ।

একটি পোস্টে স্বামী তানজিব তৈয়ব কমেন্ট করেন— “আমার ক্রেডিট (ফটো ক্রেডিট) কোথায় বউ?”

জবাবে ফারিয়া লিখেন— “তুমি কত ক্রেডিট চাও? আমার জীবনকে যে একটুখানি পরীদের জীবনের মতো করে তুলল, সে জন্য না কি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য?”

এই আদুরে কথোপকথনেই বুঝে নেওয়া যায়, নতুন সংসার নিয়ে কতটা খুশি ফারিয়া।

আরো পড়ুন: ‘স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটাই আনরোমান্টিক’

শবনম ফারিয়ার এসব পোস্ট দেখে সামাজিক মাধ্যমে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন নতুন দম্পতিকে। অনেকে কমেন্টে লিখেছেন, “আপনাদের দেখে মনেই হচ্ছে—ভালোবাসা আবার ফিরে এসেছে ঠিক ঠিক সময়ে।” কেউ আবার বলেছেন, “ফারিয়ার জীবনে এবার যেন সত্যিকারের সুখ আসে।”

প্রথম সংসার ভাঙনের পাঁচ বছর পর নতুন জীবনের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। গণমাধ্যমে একাধিকবার জানিয়ে ছিলেন, বিয়ে তার কাছে ছিল একরকম ‘আতঙ্ক’। সেই জটিল অনুভূতির গহীন থেকে এবার যেন বেরিয়ে এসেছেন সম্পূর্ণ নতুন এক রূপে।

রাজশাহীর ছেলে তানজিব তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন। বর্তমানে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

Wordbridge School
Link copied!