• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অঝোরে কাঁদলেন মনির খান


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:৩৮ এএম
অঝোরে কাঁদলেন মনির খান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতের অঝোরে কেঁদেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। শোকাহত কণ্ঠে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কাঁদতে কাঁদতে এই শিল্পী বলেন, দেশের মানুষ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।

মনির খান বলেন, আজ এমন একজন নেত্রীকে হারালাম, যার জন্য শুধু একটি দল নয়—পুরো বাংলাদেশ শোকে স্তব্ধ। তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক সব সংকটে নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, ভিন্ন মত কিংবা ভিন্ন ধর্মের মানুষের প্রতিও তিনি কখনো বৈষম্য করেননি। দেশ ও মানুষের কথা চিন্তা করেই তিনি নিজের আরাম-আয়েশ ত্যাগ করেছেন। অসুস্থতা সত্ত্বেও বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।

বিদেশে চিকিৎসা নেওয়ার প্রসঙ্গ টেনে মনির খান বলেন, অনেকবার তাঁকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কখনো রাজি হননি। তিনি চেয়েছেন দেশের মাটিতেই থাকতে, দেশের মানুষের কাছাকাছি থাকতে।

শেষবারের ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, লন্ডনে চিকিৎসার কথা উঠলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন—মৃত্যু যেন দেশের মাটিতেই হয়, জানাজা ও দাফন যেন এই দেশেই সম্পন্ন করা হয়।

শোকাহত মনির খান বলেন, আজ আমার মতো সারা দেশের মানুষ বাকরুদ্ধ। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।

এম

Wordbridge School
Link copied!