• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিলামে বিক্রি হলো পৃথিবীতে পাওয়া বৃহত্তম মঙ্গলগ্রহের পাথর


ফিচার ডেস্ক জুলাই ২০, ২০২৫, ০৫:৫০ পিএম
নিলামে বিক্রি হলো পৃথিবীতে পাওয়া বৃহত্তম মঙ্গলগ্রহের পাথর

ঢাকা: পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় মঙ্গলীয় উল্কাপিণ্ডটি নিউইয়র্কে অনুষ্ঠিত এক ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। উল্কাপিণ্ডটির নাম এনডব্লিউ ১৬৭৮৮, যার ওজন ২৫ কেজি (৫৪ পাউন্ড)। এটি বিক্রি হয়েছে ৫.৩ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ কোটি ২৫ লাখ টাকা।

২০২৩ সালের নভেম্বর মাসে নাইজারের সাহারা মরুভূমিতে উল্কাপিণ্ডটি আবিষ্কৃত হয়। ধারণা করা হচ্ছে, একটি বিশাল গ্রহাণুর ধাক্কায় এটি মঙ্গলগ্রহ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ২২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে পৃথিবীতে এসে পড়ে।

নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি’স জানিয়েছে, এই উল্কাপিণ্ডের নিলামের সর্বশেষ দর ছিল ৪.৩ মিলিয়ন ডলার। কর ও অন্যান্য ফি-সহ মোট মূল্য দাঁড়ায় ৫.৩ মিলিয়ন ডলার। তবে ক্রেতার পরিচয় গোপন রাখা হয়েছে।

সোথেবি’স একে বর্ণনা করেছে, অবিশ্বাস্য রকমের দুর্লভ হিসেবে। লালচে-বাদামি রঙের এই পাথরটি পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া প্রায় ৪০০টি মঙ্গলীয় উল্কাপিণ্ডের মধ্যে অন্যতম এবং আকারে সবচেয়ে বড়। এটি পৃথিবীতে আবিষ্কৃত দ্বিতীয় বৃহত্তম মঙ্গলীয় পাথরের তুলনায় ৭০ শতাংশ বড় এবং মঙ্গলগ্রহ থেকে পাওয়া পৃথিবীর মোট উপাদানের প্রায় ৭ শতাংশই এই একটি পাথরে রয়েছে।

বিজ্ঞান ও মহাকাশ অনুরাগীদের কাছে এ আবিষ্কার একদিকে যেমন গবেষণার অসাধারণ সুযোগ, তেমনি সংগ্রাহকদের জন্য একটি ঐতিহাসিক সম্পদ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ইউআর
 

Wordbridge School
Link copied!