আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে চালানো সমন্বিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি উদ্ধৃত করে রোববার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়, গত ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৫৭৬ জন প্রবাসীকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সবচেয়ে বেশি, ১২ হাজার ৫০৬ জনকে আটক করা হয়। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৪ হাজার ১৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৯১৬ জন প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা ও অভিবাসন ব্যবস্থাকে আরও সুসংহত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এম







































