• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রোমাঞ্চ ছড়ানো লর্ডস টেস্টে শেষ হাসি ইংল্যান্ডের


ক্রীড়া ডেস্ক জুলাই ১৪, ২০২৫, ১০:০৫ পিএম
রোমাঞ্চ ছড়ানো লর্ডস টেস্টে শেষ হাসি ইংল্যান্ডের

ঢাকা: টেস্ট ক্রিকেট কতটা রোমাঞ্চকর। আরো একবার প্রমাণ পেল বিশ্ব ক্রিকেট। রোমাঞ্চ, বাদানুবাদ, লড়াই- সবই হল লর্ডসে! তবে দিনশেষে শেষ হাসি হেসেছে ইংল্যান্ডই। 

শরফুদ্দৌলা সৈকত, পল রাইফেলদের দুর্দান্ত সব সিদ্ধান্ত, লোকেশ রাহুল জো রুটদের রোমাঞ্চকর পারফরম্যান্স আর জফরা আর্চারের প্রত্যাবর্তনের ম্যাচে শেষ হাসি হেসে, সিরিজেও এগিয়ে গেছে ইংল্যান্ড।  

চতুর্থ দিন শেষেই বোঝা যাচ্ছিল, শেষ দিনে অপেক্ষা করছে ভরপুর রোমাঞ্চ। ৫৮ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত, তবে লক্ষ্য ছিল ১৯৩ তাই জয়ের আশাও ছিল সফরকারীদের। তবে পঞ্চম দিনে শুরু থেকেই ইংল্যান্ড চেপে ধরেছিল ভারতকে। প্রথম সেশনেই তাই ইংল্যান্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় ম্যাচ।

সিরিজের তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ৩৮৭ রান জড়ো করে ইংল্যান্ড। সেঞ্চুরি হাঁকান জো রুট, হাফসেঞ্চুরি আসে জেমি স্মিথের ব্যাটে। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ পাঁচটি উইকেট পান। 

জবাব দিতে নেমে, কাকতালীয়ভাবে ভারতের ইনিংসও থামে ঠিক ৩৮৭ রানে। সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল। সত্তরের ঘরে থামেন রিশভ পান্ট ও রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস পান তিনটি উইকেট।

দুই দলের কেউই যখন লিড পায়নি, এমন পরিস্থিতিতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৯২ রানে। জো রুট এবারো ৪০ রান করে ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর নেন চারটি উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ৫৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ভারত।

শেষ দিন জিততে হলে পঞ্চম দিনের কঠিন উইকেটকে বশ করতে হতো ভারতকে। তা আর সম্ভব হয়নি। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রত্যাবর্তনের ম্যাচেই বল হাতে জফরা আর্চার দেখালেন উজ্জ্বল পারফরম্যান্স।

এআর

Wordbridge School
Link copied!