• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না, দুই বাংলা এক হয়ে যাব’


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২, ২০২৫, ১১:৪৯ এএম
‘জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না, দুই বাংলা এক হয়ে যাব’

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি সরাসরি বলেন, ভোটে জিতলে ‘দুই বাংলা এক হয়ে যাবে’।

এমপি জগন্নাথ সরকার বলেন, ‘কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’

জগন্নাথ আরও বলেন, “আগে দুই বাংলা এক ছিল, আবার এক হয়ে যাবে। যদিও তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, তবে দেশ বাংলাদেশই থাকবে।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক দেখা দিয়েছে এবং রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, “বিজেপির বক্তব্যে দ্বৈত মানসিকতা প্রকাশ পেয়েছে। একদিকে তারা অনুপ্রবেশ বন্ধের দাবি জানাচ্ছে, অন্যদিকে সীমান্ত খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে। বাংলার মানুষ এই দ্বিচারিতা বুঝতে পারবেন।”

রাজ্যের ভোটর তালিকা সংশোধন (এসআইআর) এবং অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে বিজেপি এই নির্বাচনকে প্রধানভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল। জগন্নাথ সরকারের এই মন্তব্যের পর রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Wordbridge School
Link copied!