• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রীসহ ইসরায়েলের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৮, ২০২৫, ০৮:৩৪ এএম
নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রীসহ ইসরায়েলের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তুর্কি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রসিকিউটরের কার্যালয় এই কর্মকর্তাদের বিরুদ্ধে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ এনেছে।

পরোয়ানায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার বেসামরিক নাগরিক, হাসপাতাল ও অবকাঠামোর ওপর ইসরায়েলি সামরিক হামলার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয় বছর বয়সী হিন্দ রজবকে হত্যা ও চিকিৎসা সুবিধাগুলোতে বোমা হামলা।

এছাড়াও, গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে যাওয়া সবচেয়ে বড় সাহায্য মিশনগুলোর মধ্যে অন্যতম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণেরও উল্লেখ করা হয়েছে।

তুরস্ক দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র বিরোধী। এই সংঘাতের কারণে দেশটি ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে।

ইস্তাম্বুলের প্রসিকিউটরের এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ কারণ, এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছিল।

এম

Wordbridge School
Link copied!