• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে যা বললেন আজহারী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৫, ০৩:২৮ পিএম
খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে যা বললেন আজহারী

ঢাকা: জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মন্তব্য করেন, নানা বিভেদ থাকা সত্ত্বেও দলমত নির্বিশেষে অগণন মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া খালেদা জিয়ার জন্য ‘পরম সৌভাগ্যের’।

মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব‍্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন।

তিনি বলেন, বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত‍্যিই পরম সৌভাগ্যের।

পোস্টের শেষে আজহারী বলেছেন, আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।

এসআই

Wordbridge School
Link copied!