• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিআরইউতে সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান পুনর্নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩০, ২০২৫, ০৭:৩২ পিএম
ডিআরইউতে সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান পুনর্নির্বাচিত

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালেহ আকন এবং পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মাইনুল হাসান সোহেল।

রোববার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

নির্বাচনে আবু সালেহ আকন ৫০৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। এছাড়া তৌহিদুল ইসলাম মিন্ট পেয়েছেন ৩২৩ ভোট এবং মো: রোকন-উজ-জামান পেয়েছেন ১৬২ ভোট।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম। তিনি পেয়েছেন ৭৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হালিম মোহাম্মদ পেয়েছেন ৫২৬ ভোট।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। তিনি পেয়েছেন ৭৫২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসান পেয়েছেন ১৮৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। আর দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নারী বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া।

কার্যনির্বাহী সদস্য পদে জয় লাভ করেছেন– মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন।

মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত কমিটি।

এর আগে রোববার বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। এদিন সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

পিএস

Wordbridge School
Link copied!