• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৫, ০৩:২৩ পিএম
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ নভেম্বর থেকে এই সংলাপ শুরু হবে।

রোববার (৯ নভেম্বর) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

আখতার আহমেদ বলেন, নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। গত বছরের ৫ আগষ্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত রয়েছে। ফলে দলটিকে সংলাপে ডাকছে না ইসি।

এনসিপি ও গণঅধিকার পরিষদসহ একাধিক দল 'ফ্যাসিবাদের দোসর' আখ্যা দিয়ে জাতীয় পার্টিসহ ১৪ দল শরিকদেরও নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে। এই অবস্থায় ইসির সংলাপে দলগুলো ডাক পাবে কি-না, তা নিয়ে একধরনের সংশয় ও অনিশ্চয়তা রয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!