• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লাশের ২৬ টুকরো ড্রামে, ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ০৯:১৩ পিএম
লাশের ২৬ টুকরো ড্রামে, ফিঙ্গার প্রিন্টে মিলল পরিচয়

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহের পাশে নীল রঙের দুটি ড্রাম থেকে উদ্ধার হওয়া খণ্ড-বিখণ্ড লাশটির মোট ২৬টি অংশ গণনা করেছে পুলিশ। নিহত ব্যক্তিকে হত্যার পর টুকরো টুকরো করে ড্রামের ভেতর ফেলে রাখা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশে ফুটপাতের সড়কে ড্রাম দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহবাগ থানার পুলিশ এসে ড্রামের ভেতর থেকে টুকরো অবস্থায় লাশ উদ্ধার করে।

ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা আশরাফুল হক। তাঁর বাবার নাম আবদুর রশিদ, মায়ের নাম এছরা খাতুন।

পুলিশ জানায়, আশরাফুলকে হত্যা করে তাঁর দেহ অন্তত ২৬টি অংশে কাটা হয়েছে। হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কে বা কারা লাশ ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যার উদ্দেশ্য ও পেছনের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এসএইচ 

Wordbridge School
Link copied!