• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে`


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:৫৩ পিএম
নির্বাচনে ৩০ হাজার কেন্দ্রে বডি ক্যামেরা থাকবে`

ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গণভোট ও সংসদ নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।

ইসি সচিব বলেন, ভোটের কাজে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসির ক্যাডেট থাকবেন।

নির্বাচন কমিশনে না এসে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে যাওয়ার পরামর্শ দিয়ে সচিব বলেন, আবারও বলছি, ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানান, জানিয়ে আমাদের কপি দেন। আমি তা অনুসরণ করব।

ভোটের প্রচারে আচরণবিধি প্রতিপালনে সবার সহযোগিতা চান ইসি সচিব আখতার আহমেদ। 

কূটনীতিকদের ব্রিফিং সম্পর্কে সচিব জানান, গতকাল রোববার সংসদ ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থা এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে একটা ব্রিফিং করা হয়েছে। এতে রাষ্ট্রদূত ও মিশন প্রধান মিলিয়ে ৪১ জন প্রতিনিধি ছিলেন। সরকারি কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিনিধি ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!