• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর বাংলাদেশের শিপন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২০, ০৪:২৩ পিএম
ফেসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর বাংলাদেশের শিপন

ফাইল ছবি

ঢাকা: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী হায়াত শহীদ শিপন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সম্প্রতি তিনি যুক্তরাজ্যে ফেসবুকের সদর দফতর যোগদান করেছেন বলে জানা গেছে। প্রথম বাংলাদেশি হিসেবে ফেসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া শিপনের জন্মস্থান সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ার বরমচাল ইউনিয়নে।

জানা গেছে, শাবিপ্রবি থেকে সমাজবিজ্ঞানে স্নাতক শেষ করে ১৯৯৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমান শিপন। সেখানে ২০০০ সালে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। পাশাপাশি MCSE ও CCNA শেষ করে বিএসসি করেন তিনি। পরে ২০১২ সালে এমবিএ শেষ করেন।

এরই মাঝে তিনি জাতিসংঘ, Barclays Bank, Morgan Stanley ও Citigroup-এ দক্ষতার সঙ্গে কাজ করেন। এছাড়াও লন্ডনে Cisco Systems-এ প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন শাবিপ্রবির সাবেক এই ছাত্র।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!