• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

শতাধিক সন্তানদের সমানভাবে সম্পদ বন্টন করলেন টেলিগ্রাম প্রধান


আন্তর্জাতিক ডেস্ক জুন ২১, ২০২৫, ১২:০৮ পিএম
শতাধিক সন্তানদের সমানভাবে সম্পদ বন্টন করলেন টেলিগ্রাম প্রধান

ঢাকা : টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভের রয়েছে প্রায় ১৩ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ। পাভেল দুরভ জানিয়েছে, তিনি তার এই সম্পদ ভাগ করে দেবেন তার শতাধিক সন্তানের মাঝে। যাদের জন্ম হয়েছে তার শুক্রাণু থেকে।

ফরাসি ম্যাগাজিন লো পঁ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুরভ বলেন, ‘তারা সবাই আমার সন্তান, সবারই সমান অধিকার রয়েছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তাদের মধ্যে সম্পদ নিয়ে বিরোধ তৈরি হোক।’

তিনি জানান, তিনজন জীবনসঙ্গীর সঙ্গে ছয় সন্তানের পিতা হলেও একটি ক্লিনিকে শুক্রাণু দান করার মাধ্যমে বিশ্বের অন্তত ১২টি দেশে শতাধিক শিশুর জন্ম হয়েছে। 

দুরভ বলেন, ‘প্রায় ১৫ বছর আগে এক বন্ধুকে সহায়তা করতে গিয়ে শুক্রাণু দান শুরু করেছিলাম। এরপর ক্লিনিক থেকেই জানানো হয়েছে, এ প্রক্রিয়ায় শতাধিক সন্তানের জন্ম হয়েছে।’

রুশ বংশোদ্ভূত এই প্রযুক্তি উদ্যোক্তা আরও জানান, তার উইল প্রস্তুত করা হয়ে গেছে। তবে সন্তানরা ৩০ বছর বয়স না হওয়া পর্যন্ত তার সম্পদে হাত দিতে পারবে না। দুরভের ভাষায়, ‘আমি চাই তারা নিজেরা কিছু করে গড়ে উঠুক। সাধারণ মানুষের মতো জীবন যাপন করুক। কেবল ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভর না করে কিছু সৃষ্টি করতে শিখুক।’

পিএস

Wordbridge School
Link copied!