• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
চট্টগ্রাম টেস্ট

তামিমের সঙ্গী কে, সাদমান নাকি সাইফ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২, ২০২১, ০৩:২৩ পিএম
তামিমের সঙ্গী কে, সাদমান নাকি সাইফ

সংগৃহীত

ঢাকা : আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারিতে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।

এদিকে চট্টগ্রাম টেস্টে তামিমের সঙ্গী কে হচ্ছেন। সাদমান নাকি সাইফ। এখন নির্ধারণ হয়নি। কেননা ৬ টেস্ট খেলার পর কব্জির চোটে বাংলাদেশের টেস্ট দল থেকে ছিটকে গিয়েছিলেন সাদমান ইসলাম। 

যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। আর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোষাকে অভিষেক হয়েছে সাইফ হাসানের। এরপর জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট খেলেছেন তিনি।

আর এই দুজনের মধ্যে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালের সঙ্গে কে ওপেনিংয়ে নামবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও সাইফের চেয়ে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার জন্য কিছুটা এগিয়ে থাকবেন সাদমান। সর্বশেষ দুই টেস্টে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন সাইফ। ৩ ইনিংস থেকে তিনি করেছেন ২৪ রান। 

অপরদিকে ২০১৮ সালে ক্যারিবীয়দের বিপক্ষেই অভিষেকে ৭৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেছিলেন সাদমান। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, তারা এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

এ বিষয়ে ডমিঙ্গো বলেন, 'আমাদের বেশ কিছু অপশন আছে। সাইফ শেষ টেস্টটি খেলেছিল। সাদমান তার আঙুল ভাঙার আগে সে ওই জায়গায় ছিল। আমাদের হাতে কিছু অপশন আছে এবং এই বিষয়েই নির্বাচকদের সঙ্গে আমার আগামী দুই ঘন্টার মধ্যে আলোচনা হবে।'

এদিকে তামিমের সঙ্গী স্থির না হলেও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ইতোমধ্যেই বেছে নিয়েছেন কোচ। যদিও নির্বাচকদের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে সে বিষয়েও বলে জানিয়েছেন ডমিঙ্গো। 

তিনি আরও বলেন, 'ব্যাটিং অর্ডার নিয়ে এখনও কিছু আলোচনা প্রয়োজন। আমার একটি ধারণা আছে কে ৩-৪-৫-৬ এ ব্যাট করবে। অবশ্যই নির্বাচকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে হবে।'

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!