• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
টানা দুই হার

ভারতের পর ইংল্যান্ডের কাছেও পাত্তা পেলেন না বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মার্চ ৮, ২০২১, ০৩:৩২ পিএম
ভারতের পর ইংল্যান্ডের কাছেও পাত্তা পেলেন না বাংলাদেশ

সংগৃহীত

ঢাকা : ভারতে অনুষ্ঠিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ লিজেন্ডস। ইংল্যান্ড লিজেন্ডসের কাছে ৭ উইকেটের হেরেছে তাঁরা। বাংলাদেশ লিজেন্ডসের দেয়া ১১৪ রানের লক্ষ্য ৩৬ বল হাতে রেখেই টপকে যায় কেভিন পিটারসেনের দল।

ভারতের পর এবার ইংল্যান্ডের কাছেও পাত্তা পেলেন না বাংলাদেশের সাবেক ক্রিকেটারেরা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ দল।

ভারতের রায়পুরে রোববার (৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৩ রান তোলে বাংলাদেশ লেজেন্ডস। আগের ম্যাচে ভালো করা নাজিমউদ্দিন এবার অবদান রাখতে পারলেন না। ১২ করে বোল্ড হয়ে যান রায়ান সাইডবটমের বলে।আরেক ওপেনার জাভেদ ওমর বেলিম ১২ বল খেলে করেন মাত্র ৫ রান। ওয়ানডাউনে নেমে নাফীস ইকবাল ১০ বলে করেন ৮ রান। ১৩ রান করে সাজঘরে ফেরেন হান্নান সরকারও। 

দলের পক্ষে সর্বাধিক ৩১ রান করেন খালেদ মাসুদ পাইলট। ২৬ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন মুশফিক। জবাব দিতে নেমে ৩৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড লেজেন্ডস। দলের হয়ে সর্বোচ্চ ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন পিটারসেন। ৩২ বলে ৩২ রান করেন ড্যারেন। ১৬ বলে ২৭ রান করেন মাস্টার্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ লেজেন্ডস : ২০ ওভারে ১১৩/৫ (নাজিমউদ্দিন ১২, জাভেদ ওমর ৫, নাফিস ইকবাল ৮, হান্নান সরকার ১৩, রাজিন সালেহ ৫, খালেদ মাসুদ আহত অবসর ৩১*, মুশফিকুর রহমান ৩০*, মোহাম্মদ রফিক ২*; মনি পানেসার ৪-০-১৫-১, হগার্ড ১-০-৪-০, রায়ান সাইডবটম ৩-০-২৪-১, ক্রিস ট্রেমলেট ২-০-১০-২, ক্রিস স্কোফিল্ড ৪-০-২১-১, জেমস ট্রেডওয়েল ৪-০-১৮-০, কবির আলি ২-০-১৬-০)।

ইংল্যান্ড লেজেন্ডস : ১৪ ওভারে ১১৭/৩ ( ফিল মাস্টার্ড ২৭, কেভিন পিটারসেন ৪২, ড্যারেন ম্যাডি ৩২*, ক্রিস স্কোফিল্ড ৫, গ্যাভিন হ্যামিল্টন ৫*; শরীফ ২-০-২৭-০, আলমগীর কবির ২-০-২৬-১, আব্দুর রাজ্জাক ৪-০-১৯-০, মোহাম্মদ রফিক ৪-০-৩১-২, রাজিন ১-০-৫-০, মুশফিক ১-০-৮-০)।

ফলাফল : ইংল্যান্ড লেজেন্ডস ৭ উইকেটে জয়ী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!