• ঢাকা
  • শনিবার, ০৮ জুন, ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১
পাল্লেকেলে টেস্ট

ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৯, ২০২১, ১১:১৮ এএম
ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

ছবি : সংগৃহীত

ঢাকা : পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা একাদশেও এসেছে এক পরিবর্তন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্ট শুরু হয়।

এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন।

ব্যাটিং নেয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাত্নে জানিয়েছেন, শুরুতে ব্যাটিং সহজ হবে এই উইকেটে। তবে পরে বোলারদের জন্যও সুবিধা থাকতে পারে।

বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন। সিরিজের এটিই শেষ টেস্ট। একই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছে। সিরিজ জেতার লক্ষ্যে আজ মাঠে নেমেছে টাইগাররা। এরআগে পাল্লেকেলেতে প্রথম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েধ চৌধুরী রাহী ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরামান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, প্রবীণ জয়বিক্রম, সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্দো।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!