• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠছে বাংলাদেশ: গ্যারি স্টিড


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৩, ০৭:৪১ পিএম
টি-টোয়েন্টিতে ভালো দল হয়ে উঠছে বাংলাদেশ: গ্যারি স্টিড

ঢাকা: বছরের শেষদিন আরেকটি ইতিহাস গড়ার সামনে রয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের প্রথম সুযোগ বেরসিক বৃষ্টিতে ভেসে গেলেও, এবার শেষ সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা। তবে কিউইরাও সিরিজ হার ঠেকাতে নামবে। তার আগে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো একটা দল হয়ে উঠছে। তারা খুব ভালো খেলেছে। নেপিয়ারে আমাদের চাপে রেখেছিল। সেদিন আমরা ২০-৩০ রান কম করেছি। আরও ২০-৩০ রান করলে জমজমাট লড়াই হতো। বল হাতে আমরা ভালো লড়াই করেছি। জয়ের দেখা পেলে ভালো হতো। গত ম্যাচে ছেলেরা ভালো শুরু পেয়েছে, ভালো লেগেছে এটা দেখে। পরের ম্যাচেও ভালো কিছু করতে চাই।’

শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিবদেরও প্রশংসা করেছেন স্টিড, ‘বাংলাদেশের কোচরা তাদের (পেসার) গ্লোবাল পারসপেক্টিভ থেকে তৈরি করছে। অ্যালান ডোনাল্ড তাদের বোলিং ইউনিট নিয়ে কাজ করেছে। নিউজিল্যান্ডে ওরা বোলিংয়ের দিক থেকে আরও শাণিত হয়ে এসেছে এবার। বাংলাদেশের পেসাররা এখন বিশ্বের সব জায়গায় ভালো করছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর। তারা যেকোনো জায়গায় গিয়ে আপসেট ঘটাতে পারে। আমরা তাদের মোটেও হালকাভাবে নিইনি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’

স্টিডের এমন মন্তব্যের প্রমাণ পুরো বছরের টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্সে নজর দিলেও টের পাওয়া যায়। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ২০২৩ সালটা দারুণ গেছে বাংলাদেশের। এ বছর টাইগাররা ১৩ ম্যাচে ১০ টিতে জয় পেয়েছে। হেরেছে ২ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

আগের ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইয়ে আগামীকাল ভোর ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে সফরকারীরা বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। ঝোড়ো শুরু পেলেও খেলা থামার আগে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছিল কিউইরা। মূলত রিশাদ হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ড্যারিল মিচেলরা সেভাবে ব্যাট চালাতে পারেননি। তবুও শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় হতাশা নিয়ে ফিরতে হয়েছে টাইগারদের।

এআর

Wordbridge School
Link copied!