• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান’


ক্রীড়া ডেস্ক মার্চ ২৯, ২০২৪, ০৩:৩৭ পিএম
‘সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান’

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকের দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি সহকারী কোচ নিক পোথাস।

ম্যাচের আগের দিন আজ শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা নিয়ে পোথাস বলেন, ‘সাকিব যে দলেই খেলুক, তাদের ভাগ্যবান বলতে হবে। আমরা তাকে স্বাগত জানাই। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।'

সাকিবের ফিটনেস ঠিকঠাক দেখছেন পোথাস। একইসঙ্গে তারকা এই ক্রিকেটারকে খুশি দেখতে চান টাইগার এই কোচ, ‘তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।’

সাকিবের ফেরার ম্যাচে দলে কয়জন বোলার থাকবে এমন প্রশ্নে পোথাস বলেন, ‘আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও (নাজমুল হোসেন) একজনকে পাবে, যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।’

এআর

Wordbridge School
Link copied!