• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপারেশনের মাঝপথে ঘুমিয়ে গেলেন ডাক্তার!


বিচিত্র সংবাদ ডেস্ক জানুয়ারি ১৩, ২০১৯, ০৫:০৮ পিএম
অপারেশনের মাঝপথে ঘুমিয়ে গেলেন ডাক্তার!

ঢাকা: রোগীর অপারেশনের টেবিলে রেখেই অস্ত্রোপচারের মাঝপথেই ঘুমিয়ে গেলেন এক ডাক্তার। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তারই এক সহযোগী।

ঘটনাটি ঘটেছে চীনের গোয়েইজো প্রদেশের গিইয়াংয়ের ৬ নম্বর পিপলস হাসপাতালে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত ৪ জানুয়ারি এক অভিবাসী শ্রমিকের প্রায় ছিঁড়ে যাওয়া হাত জোড়া লাগানোর জন্য আসেন। এ সময় অর্থোপেডিক সার্জন লুও শানপেং অস্ত্রোপচারের একটা পর্যায় শেষ করে আরেকটি ওষুধ দেন।

সেটি কার্যকর হতে কিছু সময় লাগে। এ সময় ওই ডাক্তারের কোনো কাজ ছিল না। সেই ফাঁকে টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করেন এবং ঘুমিয়ে পড়েন।

পরে ডাক্তার লুও জানান, ওই অস্ত্রোপচারের আগে আরো পাঁচটি অস্ত্রোপচার করেছি। এর পরও ওই অভিবাসী শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় আবারও আমাকে অস্ত্রোপচার করতে হয়।

কিন্তু টানা ২০ ঘণ্টার কাজের পর অতিরিক্ত ক্লান্তির কারণে হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!