• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি করে আয় কত জানেন?


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০১৮, ০২:৩৩ পিএম
আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি করে আয় কত জানেন?

ঢাকা: ৯ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকে ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা গত চার দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪ হাজার ২৩টি।

সোমবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। টানা চার দিন ধরে আট বিভাগের জন্য পৃথক আটটি বুথ থেকে ৪ হাজার ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আওয়ামী লীগ নেতারা।

কিন্তু আজ সকালে মনোনয়ন জমাদানের সময়সীমা শেষ হয়েছে বলে জানান ড. আবদুস সোবহান গোলাপ। তিনি আরো জানান যার মধ্যে জমা পড়েছে প্রায় ৩ হাজার ৭শ' টির মত মনোনয়ন ফরম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরম বিক্রি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় হয়েছে প্রায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!