• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই সাব্বিরকেই খুঁজছিলেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৪:৪৭ পিএম
এই সাব্বিরকেই খুঁজছিলেন মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০১ সাল থেকে নিয়মিত নিউজিল্যান্ড সফর করছে বাংলাদেশ। প্রতিবারই ফিরতে হয়েছে রিক্ত হাতে। এখনও অবধি নিউজিল্যান্ডের মাটিতে কোনো জয় নেই বাংলাদেশের। এবারও তার ব্যাতিক্রম ঘটাতে পারেনি মাশরাফি বাহিনী। বরাবরের মতো এবারও হোয়াইটওয়াশ হয়েছে সফরকারিরা।  

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যার্থ তামিম, সৌম্য, লিটন, মুশফিরা। তবে এক প্রান্ত আগলে রেখে বুক চিতিয়ে লড়েছেন সাব্বির রহমান। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজার কাছে এটি হতাশার মাঝে আশার আলো।

এমন আগুনে ব্যাটসম্যান সাব্বিরকেই চেয়েছিলেন মাশরাফি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ছেলেরা হতাশ করলেও সাব্বিরের ইনিংসটি বেশ ইতিবাচক ছিল। আশাকরি এই ধারাবাহিকতা ধরে রাখবে ও।’

কিন্তু উদ্‌যাপন করতে গিয়ে সাব্বিবের পাল্টা জবাব দেওয়াটা তাঁর একদমই পছন্দ হয়নি অধিনায়ক মাশরাফির। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর সাব্বিরকে পরিষ্কারভাবে সেটি জানিয়েও দিয়েছেন। তা সাব্বির কী বলেছেন?

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওকে জিজ্ঞেস করায় ও বলেছে, আমি বলতে চেষ্টা করেছি, আমার ব্যাট অনেক দিন পর কথা বলেছে।’ আসল ঘটনা যে তা নয়, সেটি কি আর মাশরাফি বোঝেননি নাকি! নইলে কেন বলবেন, ‘ভবিষ্যতে ওকে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে।’ এদিন যে তা একটু কঠিনই ছিল, সেটিও বুঝতে পেরে একটু সহমর্মিতার সুর মাশরাফির কথায়, ‘জীবনের প্রথম (আন্তর্জাতিক) সেঞ্চুরি, এ কারণে ও খুব রোমাঞ্চিত ছিল। আর ও যা কিছুর মধ্য দিয়ে এসেছে, সেটাও মনে রাখতে হবে।’

মাশরাফি বাংলাদেশের কাছ থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার কৃতিত্ব দিলেন স্বাগতিক দলের জিমি নিশামকে, যিনি উপহার দিয়েছেন দারুণ এক ইনিংস। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আজকের ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসের ৩৫তম ওভার পর্যন্ত আমরা ঠিক পথেই ছিলাম। তবে জিমি নিশামের ঐ ইনিংসের পর ম্যাচ আমাদের জন্য কঠিন হতে থাকে।’

টাইগার দলপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা উইকেট নিতে পারিনি। নিশামের ঐ ইনিংসেই আমরা মোমেন্টাম হারিয়ে ফেলি।’

প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই পরাজিত হয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর সামনে এবার টেস্ট সিরিজ, যার আগে বড় বিরতি পাচ্ছে দুই দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!