• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০১৮, ০১:২৯ পিএম
ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মারা গেছেন

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ছোট ভাই বাদশা চৌধুরী জানান, ড. ফজলে রাব্বী চৌধুরীর দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক।

রাব্বী চৌধুরী ১৯৩৪ সালে ১ অক্টোবর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

জাতীয় পার্টি থেকে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ১৯৮৪ সালে ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। পরবর্তী সময় ভূমি মন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ও সংস্থাপন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!