• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা মির্জা ফখরুলের


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২০, ০৪:১৭ পিএম
জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা মির্জা ফখরুলের

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের হার দ্রুত বাড়ছে এবং এতে করে মৃত্যুর হারও বাড়ছে। আমরা ইতিমধ্যে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাধারণ জনগোষ্ঠীর সাথে সাথে দেশের বরেণ্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন ও মৃত্যুবরণ করছেন। দেশের বরেণ্য মুক্তিযোদ্ধা চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আামি তার আশু রোগমুক্তি কামনা করছি। একই সাথে অন্যান্য যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি।

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের রূহের মাগফেরাত কামনা করেন বিএনপি মহাসচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!