• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইগার-লঙ্কানদের প্রথম টেস্ট ২৪ অক্টোবর


ক্রীড়া ডেস্ক আগস্ট ১২, ২০২০, ০৭:৩৩ পিএম
টাইগার-লঙ্কানদের প্রথম টেস্ট ২৪ অক্টোবর

ঢাকা: শ্রীলঙ্কার সফরের টেস্ট সিরিজ চূড়ান্ত হলেও আলোচনা চলছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। যার ফলে বিসিবি ও লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও ম্যাচের সূচি ঠিক করতে পারেনি। তবে পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করতে না পারলেও বিসিবি জানিয়েছে, ২৪ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট।

বুধবার (১২ আগস্ট) মিরপুরে বিসিবি কার্যালয়ে এক সভার পর জানানো হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টের দিনক্ষণ। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সেপ্টেম্বরের মাঝামঝিতে হয়তো আমরা ১০-১২ দিন অনুশীলন করে এইচপি দলকে নিয়ে শ্রীলঙ্কায় চলে যাব। ওখানে প্রায় ২০-২৫ দিন আমরা অনুশীলন করবো। এরপর অক্টোবরের ২৪ তারিখে আমাদের প্রথম টেস্ট শুরু হবে।’

২০১৪ সালের পর আবারও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে মনে করেন আকরাম, ‘যেকোনও সিরিজ বা সফরে তিনটি টেস্ট খেলা দারুণ কিছু। তবে এবার আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ আমরা চার-পাঁচ মাস ধরে একেবারে মাঠের বাইরে। মাঠে যারা খেলবে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। তাদের প্রস্তুতির জন্য আমরা সেরা পরিকল্পনা তৈরি করেছি। আশা করছি অমরা পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো।’

ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু ‍হয়েছে। আর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে দলীয় অনুশীলন। সেই লক্ষ্যে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। কোচিং স্টাফদের সবাই চলে আসবেন আগামী মাসের শুরুতেই। ‍এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা সব প্রস্তুতিই যথাযথভাবে নিচ্ছি। সেপ্টেম্বরের শুরুতে আমরা কোচিং স্টাফদের ঢাকায় আনার চেষ্টা করছি। আশা করি সবকিছুই পরিকল্পনামাফিক হবে।’

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!